তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়(Teer vanga dheu aar) By Manna Dey

Details
Title | তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়(Teer vanga dheu aar) By Manna Dey |
Author | DIGITAL PROMO |
Duration | 3:23 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=ZQ5WOj2amZ4 |
Description
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়(Teer vanga dheu aar) By Manna Dey
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ
নিকটের পানে চাহি দুর কাঁদে গো
অ দেখার বাঁশরী যে সুর সাধে গো
সব শেষে পল্লবে জাগে মর্মর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো ।
চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
আলো আর আঁধারের খেলা চলে ঐ
অন্তরে ধু ধু করে শুধু বালু চর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।