MP3JOSS

Ami Shunechi Sedin Tumi - আমি শুনেছি সেদিন - মৌসুমি ভৌমিক | Lyrics Video

Ami Shunechi Sedin Tumi - আমি শুনেছি সেদিন - মৌসুমি ভৌমিক | Lyrics Video

Choose Download Format

Download MP3 Download MP4

Details

TitleAmi Shunechi Sedin Tumi - আমি শুনেছি সেদিন - মৌসুমি ভৌমিক | Lyrics Video
AuthorGan Bangla Lyrics
Duration4:29
File FormatMP3 / MP4
Original URL https://youtube.com/watch?v=DAlGsuUCZ-k

Description

Best Online Jewellery Shop - https://www.karukormo.com

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ
আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে

আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দু চোখের গাঁও ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি

🎧 Just For You

🎵 Chains And Whips - Clipse Feat. Kendrick… 🎵 Wassup - Young Miko 🎵 Shake It To The Max (Fly) [Remix]… 🎵 Love Somebody - Morgan Wallen 🎵 Party Rock Anthem - Lmfao Feat. Lauren… 🎵 Daisies (If Duplicate, Skip) 🎵 Messy - Lola Young 🎵 Wasted Love - Austria (Eurovision) 🎵 Shape Of You - Ed Sheeran 🎵 Childlike Things - Fka Twigs 🎵 Uptown Funk - Mark Ronson Feat. Bruno Mars 🎵 Somebody That I Used To Know - Gotye…