Katena Katena · Habib Wahid

Details
Title | Katena Katena · Habib Wahid |
Author | Bengal Music |
Duration | 4:47 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=0EDOSiPzOsM |
Description
Song : Katena Katena
Singer : Habib Wahid
Artist: Habib Wahid
Album: Oboshese
Released: 2010
Lyrics
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরেনা এ রাত কাটেনা
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
তোমাকে ভেবে মন
লিখেছে কবিতা
জানি না তুমিকি জানো তা
তুমি না এলে হায়
বলো না কি উপায়
কি হবে বল এই জোছনায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
হাজারো জোনাকি জ্বলে
মিটি মিটি
তোমারও ভাবনায় একাকী
রুপালী আকাশে
তারার পানে চেয়ে
জেগে রই তোমারই প্রতিক্ষায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
________________________________________________________________