Purano sei diner kotha - Hemanta Mukherjee | Nostalgia

Details
Title | Purano sei diner kotha - Hemanta Mukherjee | Nostalgia |
Author | Nostalgia Old songs |
Duration | 3:37 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=z-nMdcT0AAo |
Description
https://amzn.to/2XyYpmY
Purano sei diner kotha - Hemanta Mukherjee | Nostalgia
Song - Purano sei diner kotha
Artist - Hemanta Mukherjee
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukherjee) জন্ম বারাণসীর পবিত্র শহরে। তাঁর আদি নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের বহড়ুতে। তাঁর পরিবার কলকাতায় আসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে। হেমন্ত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ছিলেন। সেখানেই তাঁর সাথে পরিচয় হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের। ইন্টারমিডিয়েট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন। তাঁর সাহিত্যিক হবার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি দেশপত্রিকার জন্যে লেখেন। ১৯৩৭ থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন।
হেমন্তের ছোটবেলা কাটে তিন ভাই এক বোন নীলিমার সাথে। বড় ভাই তারাজ্যোতি ছোটগল্প লিখতেন। ছোটভাই অমল মুখোপাধ্যায় কিছু বাংলা ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং ১৯৬০ এর দশকে কিছু গানও গেয়েছিলেন।
১৯৪৫ সালে হেমন্তের সাথে বেলা মুখোপাধ্যায়ের বিবাহ হয়। ১৯৪৩ সালে বাংলা ছায়াছবি "কাশীনাথ"-এ সঙ্গীতপরিচালক পঙ্কজ মল্লিক বেলাকে দিয়ে কিছু জনপ্রিয় গান গাইয়েছিলেন কিন্তু বিবাহের পর বেলা আর সঙ্গীতজগতে প্রবেশ করেননি।
হেমন্তর দুই সন্তান—পুত্র জয়ন্ত ও কন্যা রাণু। রাণু মুখোপাধ্যায় ১৯৬০-৭০ এ গান গাইতেন।
শৈলেশ দাসগুপ্তর সাহায্যে হেমন্তর প্রথম গান করেন ১৯৩৫ সালে। প্রথম গান আমার গানেতে এল নবরূপী চিরন্তন রেকর্ড করেন। এ গানটি সেরকম জনপ্রিয়তা লাভ করেনি। এরপর ১৯৩৭ সালে তিনি গ্রামোফোন রেকর্ড Columbia লেবেলে জানিতে যদি গো তুমি ও বলো গো বলো মোরে গানগুলো করেন। গান দুটো নরেশ ভট্টাচার্যের লেখা ও শৈলেশ দাসগুপ্তর সুর করা। এরপর থেকে প্রতি বছর তিনি গ্রামোফোন কঃ অব ইন্ডিয়ার জন্য গান রেকর্ড করেছেন। ১৯৪০ সালে সঙ্গীতপরিচালক কমল দাসগুপ্ত হেমন্তকে দিয়ে ফাইয়াজ হাস্মির কথায় কিতনা দুখ ভুলায়া তুমনে ও ও প্রীত নিভানেভালি গাওয়ান। প্রথম ছায়াছবির গান তিনি গেয়েছেন "নিমাই সন্ন্যাস" ছবির জন্যে (chaya chobi gaan)।
হেমন্ত মুখোপাধ্যায়ের অসংখ্য গানের মধ্যে জনপ্রিয় কিছু গান (adhunik gaan):
• মাগো ভাবনা কেন (maa go bhabna keno)
• পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হবো ( pother klanti vule )
• ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে( o nodire, ekti kotha sudhai sudhu tomare)
• আয় খুকু আয়,আয় খুকু আয় ( aye khuku aye )
• মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে ( muche jawa din guli amay je pichu dake )
• ও আকাশ প্রদীপ জ্বেলোনা, ও বাতাস আঁখি মেলোনা (o akash prodeep jelona)
• আমি দূর হতে তোমারেই দেখেছি,আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি (ami dur hote tomarei dekhechi)
• এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার…শুধু দুজনে (ei rat tomar amar)
• মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো (megh kalo adhar kalo)
• রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে (ranar chuteche tai jhum jhum)
• আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে (aaj dujonar duti poth)
• আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,আর কতকাল আমি রব দিশাহারা (amay prosno kore nil dhrubo tara)
• বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও,মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও(bondhu tomar pother sathike)
• আমার এই পথ চাওয়াতেই আনন্দ (amar ei Pott chawatei anondo)
• কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো (keno dure thako)
• ওলিরও কথা শুনে বকুল হাসে (olio o kotha sune bokul hase)
• ছেলে বেলার গল্প শোনার দিনগুলো( chele belar colpo sonar din gulo)
• আমিও পথের মত হারিয়ে যাবো (amin pother moto cariye jabo)